Posts

Showing posts from October, 2019

SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম

Image
ইট এর স্পাইরাল কলম "ইট এর স্পাইরাল কলম " ঘর এর ডেকোরেশন এর জন্য বহুকাল থেকেই ব্যবহিত হচ্ছে। এই ব্লগ টি তে ইট এর স্পাইরাল কলম এর নির্মাণ পদ্ধতি নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো। কলম টির আকার দেখলে প্রাথমিক ভাবে এর নির্মাণ কাজ খুব জটিল এবং দক্ষ কারিগরি শিল্পীর প্রয়োজন বলে মনে হলেও খুব সাধারণ ভাবেই  এই কলম টি নির্মাণ করা যায়, এবং যে কোনো কারিগরি শিল্পীই এটি নির্মাণ করতে পারে। নির্মান কাজে ব্যবহিত যন্ত্রাংশ  স্পাইরাল কলম নির্মাণে ব্যবহিত যন্ত্রাংশ এর বিবরণ নিচে দেয়াও হলো।  ১. কর্ণিক , ২. ওলন , ৩. মাটাম  , ৪. ৪টি  সোজা কাট এর টুকরো (লম্বা ১' ও ৩-৪" পুরু ) , ৫. কিছু পেরেক , ৬. ফিতে , ৭. ওয়াটার লেভেল পাইপ ।   নির্মাণ পদ্ধতি  এই স্পাইরাল কলম যেকোন উচ্চতার এবং ১০"/১৫"/২০" যেকোন পুরুত্বের হতে  পারে। আসুন নির্মাণ পদ্ধতি দেখে নেওয়া যাক।  ১. ৪টি কাঠ এর টুকরোর ২টি নিয়ে মাটাম এর সাহায্যে একটি অপরটির সাথে ৯০ ডিগ্রী কোন করে পেরেক এর সাহায্যে আটকানো হলো।  অনুরূপ ভাবে বাকি ২টি কাঠের টুকরো...