SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম

ইট এর স্পাইরাল কলম

"ইট এর স্পাইরাল কলম " ঘর এর ডেকোরেশন এর জন্য বহুকাল থেকেই ব্যবহিত হচ্ছে। এই ব্লগ টি তে ইট এর স্পাইরাল কলম এর নির্মাণ পদ্ধতি নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো।
কলম টির আকার দেখলে প্রাথমিক ভাবে এর নির্মাণ কাজ খুব জটিল এবং দক্ষ কারিগরি শিল্পীর প্রয়োজন বলে মনে হলেও খুব সাধারণ ভাবেই  এই কলম টি নির্মাণ করা যায়, এবং যে কোনো কারিগরি শিল্পীই এটি নির্মাণ করতে পারে।

নির্মান কাজে ব্যবহিত যন্ত্রাংশ 

স্পাইরাল কলম নির্মাণে ব্যবহিত যন্ত্রাংশ এর বিবরণ নিচে দেয়াও হলো। 
১. কর্ণিক , ২. ওলন , ৩. মাটাম  , ৪. ৪টি  সোজা কাট এর টুকরো (লম্বা ১' ও ৩-৪" পুরু ) , ৫. কিছু পেরেক , ৬. ফিতে , ৭. ওয়াটার লেভেল পাইপ ।

ইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column designইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column design

ইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column design



 ইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column design














নির্মাণ পদ্ধতি 

এই স্পাইরাল কলম যেকোন উচ্চতার এবং ১০"/১৫"/২০" যেকোন পুরুত্বের হতে  পারে। আসুন নির্মাণ পদ্ধতি দেখে নেওয়া যাক। 

১. ৪টি কাঠ এর টুকরোর ২টি নিয়ে মাটাম এর সাহায্যে একটি অপরটির সাথে ৯০ ডিগ্রী কোন করে পেরেক এর সাহায্যে আটকানো হলো।  অনুরূপ ভাবে বাকি ২টি কাঠের টুকরোকেও ৯০ ডিগ্রী কোন করে পেরেক এর সাহায্যে আটকানো হলো। এই ভাবে কাঠের ২ টি  মাটাম প্রস্তুত হলো।

ইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column design


ইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column design







২. এইবার একটি কাঠের মাটাম অপরটির উপর নিয়ে, মাটাম এর কোন ২টি  সমান রেখে যেকোনো দিকের বাহুতে  ১০" দূরে দাগ কাটা হলো। 

৩. তারপর মাটাম ২টি একটি অপরটির উপর রেখে এবং  কোন ২টি সমান রেখে ১০" দূরে যেখানে দাগ কাটা হয়েছিল সেখানে উপরের মাটাম টি হালকা কৌণিক ভাবে ঠেলা হলো এতে উপরের মাটাম টির ২টি বাহু  নিচের মাটাম টির ২টি বাহু  থেকে কিছু দূরে প্রতিস্থাপিত হলো এবং  কোন ২টি ও  সামান্য প্রতিস্থাপিত হলো।  নিশ্চিত করতে হবে যেখানে ১০" এর দাগ কাটা হয়েছিল সেই স্থানে,  উপর ও নিচের মাটাম এর বাহু গুলি একে অপরএর থেকে ১/২"-১.৫" এর মধ্যে থাকে ,এর বেশি কখনোই নয়। এইবার পেরেক এর সাহায্যে মাটাম ২টি কে একে অপরের সাথে আটকানো হলো।ফলে নিচের এবং উপরের মাটাম একে অপরের সাথে সামান্য কৌণিক দূরত্বে রইলো।

ইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column design


৪. আপনার সিংহভাগ কাজ প্রায় শেষ। এইবার কলমটির ভীত দিয়ে নিচের ঢালাই  থেকে ৮/১০/১২mm  যেকোনো ১টি রড কলমটির মাথার উপর পর্যন্ত রাখতে হবে। 

৫. ভীতএর কাজ শেষ হবার পর মাটির উপর থেকে যখন গাঁতনি শুরু হবে ওই কাঠ এর জোড়া মাটাম নিয়ে নিচের দিকের মাটামটি গাঁতনির প্রথম পাট এ স্পর্শ করে দ্বিতীয় পাটটি উপরের মাটাম বরাবর গাঁততে হবে। 
প্রতিক্ষেত্রে ওলন ও ওয়াটার লেভেল ও রডটি সোজা আছে কিনা দেখে নেয়া বাধ্যতামূলক। 

৬. ভালো করে গলন দেয়া হলে অনুরূপ ভাবে দ্বিতীয় পাটএ নিচের দিকের মাটামটি রেখে তৃতীয় পাটটি উপরের মাটাম বরাবর গাঁততে হবে। এইভাবে একটি পাট অপরটির থেকে কিছু দূরে সরে যেতে যেতে স্পাইরাল কলম এর সৃষ্টি করবে।


ইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column designইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column design




ইট এর স্পাইরাল কলম SPIRAL OR TWISTED BRICK COLUMN / ইট এর স্পাইরাল কলম twisted brick pillar jig for sale  twisted brick pillar tool  twist and square tool for sale  spiral column builder  twisted column  brickwork twisted pier template  twist and square brick template tool  twisted column design

সুবিধা - অসুবিধা 

একটি সাধারণ ইট এর কলম যে পরিমান লোড বহন করতে সক্ষম স্পাইরাল  ইট এর কলম ও একই লোড বহন করতে পারে। 
ঘর এর সৌন্দর্য বৃদ্ধি করে। 
রড এর খরচ বাদ দিলে সাধারণ ইট এর কলম এর খরচ এর সমান। 
কাজটি একটু মনোযোগ সহকারে করতে হয় বলে সাধারণ  ইট এর কলম এর থেকে বেশি সময়সাপেক্ষ।

উপসংহার 

আমি যথাসাধ্য সহজ সরল ভাষায় এই পদ্ধতি বর্ণনা করলাম।  যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ARTICLE  টি অবস্যই  Shear  করবেন আর কিছু প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন।  ধন্যবাদ।

Comments

  1. This blog is very helpful for the Posterlounge wall art. I am really happy.... if you are looking for a Posterlounge wall art ? kindly choose us shiva letter world. We are leading LED Sign Board manufacturers in chennai . If you need any type of LED Sign board, kindly contact us www.ssesigns.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

STACK MEASUREMENT OF BUILDING MATERIALS

STAIR CASE DETAILS