Excel বা Word এ Symbol Insert করার পদ্ধতি
Excel বা Word এ Symbol Insert করার পদ্ধতি প্রধানত অনেক পদ্ধতি তে Excel বা Word এ Symbol Insert করা যায়। তার মধ্যে আমি কয়েকটির কথা নিচে আলোচনা করলাম। Method 1 এটি সবথেকে সহজ একটি পদ্ধতি। এর জন্য Google এ যান এবং আপনার যে Symbol টি প্রয়োজন সেটি নিয়ে search করুন এবং যে কোনো Website থেকে Copy করে Excel বা Word এ Paste করুন। এটি সহজ ও স্বল্পপরিসর কাজ এর ক্ষেত্রে উপযুক্ত।নিচে আমি কিছু Symbol দিলাম যা আপনাদের কাজে লাগতে পারে। তবে front এর খেয়াল রাখতে হবে। যেকোনো Front এ use করা যাবে μ , θ , α , ɤ , ʃ , π , ᵩ , ˚ Wingdings 2 Front এ use হবে Ï , P , Q , R Method 2 Excel বা Word এর Insert option এ গিয়ে Symbol এ ক্লিক করুন। এ ক্ষেত্রে আপনি front অনুসারে বিভিন্ন Symbol এর option পাবেন। আপনার যে Symbol টি প্রয়োজন সেটি খুঁজে নিয়ে Insert করে নিন। Method 3 এই পদ্ধতি টি একটি Tricks এর মত এবং স্ব...